ভারত থেকে ৯৫ মহিষ আমদানি, একেকটির দাম আড়াই লাখ

3 months ago 7

শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান এসেছে। গড়ে একেকটি মহিষের দাম পড়েছে দুই লাখ ৬৬ হাজার ৫৭০ টাকা।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে কয়েকটি ট্রাকে বাছুরসহ ৯৫টি মুরবাহ জাতের মহিষ আসে বেনাপোল বন্দরে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের খামারে নিজস্ব গবেষণার কাজে ব্যবহৃত হবে। তবে এসব মহিষ কোনো অবস্থায়ই খামারের বাইরে অন্যত্র স্থানান্তর, ব্যবহার বা বিক্রি করা যাবে না।

ভারত থেকে ৯৫ মহিষ আমদানি, একেকটির দাম আড়াই লাখ

এর আগে গবেষণার জন্য ভারতের হরিয়ানার মুরবাহ জাতের ৪৫টি মা মহিষ, পাঁচটি পুরুষ মহিষ ও ৪৫টি বাছুর আমদানির দরপত্র দেওয়া হয়।

ঢাকার তোপখানা এলাকার তামাম করপোরেশন নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মহিষ আমদানি করে।

মহিষের চালানের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে এক লাখ ৯ হাজার ২৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়েছে এক কোটি ৩৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। প্রতিটি মহিষের দাম পড়েছে বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৬৬ হাজার ৫৭০ টাকা। এসব মহিষের কোনো আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

ভারত থেকে ৯৫ মহিষ আমদানি, একেকটির দাম আড়াই লাখ

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা বলেন, মহিষগুলো সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আশরাফ আলী মহিষ আমদানির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মহিষগুলো খালাস নিতে তিশা এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট দুপুরে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে।

মো. জামাল হোসেন/এসআর/এএসএম

Read Entire Article