চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে লং মার্চ উপলক্ষে রান্নার আয়োজন চলছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে শুরু হয় এ কার্যক্রম। রান্নার উদ্দেশ্যে মাঠে একটি গরু বেঁধে রাখা হয়েছে। চলছে জবাইয়ের আয়োজন।
শনিবার রাত ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৭টি বাসে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে মানুষ। অনেকে শিবগঞ্জে এসে পৌঁছেছেন, অনেকে এখনো রাস্তায়।
যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল করিম বলেন, গত রাত ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৭টি বাসে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলাম। সকাল ১০টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এসেছি।
তিনি বলেন, সীমান্তে বার বার আগ্রাসন চালাচ্ছে ভারত। এর প্রতিবাদে আমাদের এই লং মার্চ। আমরা গরু কেটে খেয়ে ভারতকে প্রতিবাদ জানাবো। ভারত মুসলমানদের ওপর সব সময় অত্যাচার নির্যাতন করে আসছে। এটি আর আমরা হতে দেবো না। তাই এই লং মার্চ।
একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জাহিদুল ইসলাম বলেন, ভারত আমাদের ওপর অনেক নির্যাতন করেছে। মুসলিমদের অধিকার গরুর মাংস খেতে পারবে। কিন্তু ভারত তা হতে দিচ্ছে না।
সোহান মাহমুদ/এফএ/জেআইএম