ভারতে কৃষকদের দিল্লি চলো আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে এই ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।
মূলত কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চার ডাকে সাড়া দিয়ে হরিয়ানার অম্বালায় শুক্রবার (৬ ডিসেম্বর) জড়ো হন কৃষকেরা। সেখান থেকেই দুপুর ১টায় দিল্লির উদ্দেশে হেঁটে রওনা দেন তারা। কিন্তু শম্ভু সীমানায় পৌঁছাতেই তাদের আটকে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কৃষকদের আর এগোনোর অনুমতি নেই। বিশৃঙ্খলার আশঙ্কায় হরিয়ানার অম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করতে পারবেন না। কৃষকদের এই অভিযান আটকাতে তৎপর পুলিশও। এরই মধ্যে ৪৪ নম্বর জাতীয় সড়ক বহুস্তরীয় নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে। ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে জাতীয় সড়ক।
শুধু হরিয়ানা নয়, পাঞ্জাব থেকেও মিছিল যাবে দিল্লিতে। এই কর্মসূচির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাত থেকে দিল্লি-পাঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমানায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুফ, পেনশনের ব্যবস্থা ও বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলো।
সূত্র: এনডিটিভি
এমএসএম