ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

3 months ago 41

ভুটান উমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর আজ (বৃহস্পতিবার) খেলতে নেমেছে সাবিনা-মনিকাদের পারো এফসি। এই ম্যাচে বাংলাদেশের চার ফুটবলারই (অন্য দুইজন ঋতুপর্ণা ও সুমাইয়া) প্রথম মিনিট থেকে খেলেছেন।

শুরু থেকেই পারো ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। পারো বলার চেয়ে সাবিনা, মনিকা, ঋতুপর্ণা, সুমাইয়া বলাই ভালো। তাদের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ।

women football

প্রতিপক্ষের জালে গোলে বন্যা বইয়ে দিতে শুরু করার পর শেষ পর্যন্ত ২৮ গোল দিয়ে থামলো সাবিনারা। ২৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি।

সাবিনাকে দিয়ে অষ্টম মিনিটে গোলের খাতা খোলো পারো। বিরতিতে যায় ১০-০ গোলে লিড নিয়ে। দ্বিতীয়ার্ধে দিলো আরও ১৮ গোল।

২৮ গোলের মধ্যে সর্বাধিক ৮ গোল করেছেন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেছেন ৭ গোল। চারটি করে গোল করেছেন ঋতুপর্ণ চাকমা ও মাতসুশিমা সুমাইয়া।

আরআই/আইএইচএস/

Read Entire Article