ভোলায় ফেরির ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি

5 days ago 8

ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী ফেরির ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকায় চার জেলে জীবিত উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির ভোলার ইলিশাঘাটের ব্যবস্থাপক মো. কাওছার আহমেদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) পৌনে ৮টার দিকে ভোলার ইলিশাঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট থেকে আসা কুসুমকলি নামে যাত্রীবাহী ফেরিটি রাত পৌনে ৮টার দিকে ইলিশা ঘাটে ভিড়ছিলেন। ওই সময় একটি মাছ ধরার ট্রলার জাল টানতে টানতে ফেরির সঙ্গে ধাক্কা লাগে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা চার জেলেসহ ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়।

বিআইডব্লিউটিসির ভোলার ইলিশাঘাটের ব্যবস্থাপক মো. কাওছার আহমেদ ঘটনার জানান, কুসুমকলি নামে ফেরিটি ইলিশাঘাটে ভেড়ার সময় জেলেরা জাল টানতে টানতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ফেরির সঙ্গে ধাক্কা খায়। এতে চার জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পরে ফেরির স্টাফদের সহযোগিতায় দুজন ফেরিতে উঠেন ও বাকি দুজন সাঁতরে তীরে ফিরে উঠেন। চার জেলে জীবিত উদ্ধার হয়েছে। তবে ট্রলারটি উদ্ধার হয়নি। এছাড়াও সব জেলে সুস্থ রয়েছেন বলেও দাবে করেন তিনি।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম

Read Entire Article