ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনায় অভিনেত্রী অঞ্জলি রাঘব। এক অনুষ্ঠানে সহ-অভিনেতা পবন সিংয়ের বিরুদ্ধে শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগ তুলেছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অঞ্জলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি রাঘব ও ভোজপুরির তারকা অভিনেতা-গায়ক পবন সিং। সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ মঞ্চে অঞ্জলির কোমরে হাত রাখেন পবন। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়।
আজ নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় অঞ্জলি বলেন, ‘অনেকেই বলছেন আমি কেন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখালাম না। কেউ বলছেন, কেন চড় মারিনি। আবার কেউ হাসতে দেখিয়ে সমালোচনা করছেন। আমি কি আনন্দ পাব যদি কেউ আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই নয়।’
তিনি আরও জানান, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পবন তার কোমরের দিকে ইশারা করেছিলেন। প্রথমে ভেবেছিলেন শাড়িতে হয়তো কিছু আটকে গেছে। তাই হেসে উড়িয়ে দেন। পরে জানতে পারেন আসলে কিছুই ছিল না।
অঞ্জলির ভাষায় ‘কোনো মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া ভুল। আর এভাবে ছোঁয়া আরও বেশি ভুল। যদি এটা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতে হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।’
এ প্রসঙ্গে তিনি জানান, অনেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন নীরব থাকতে। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারবে। তবুও নিজের সিদ্ধান্তে অটল থেকে অঞ্জলি ঘোষণা দিয়েছেন— “আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমার পরিবার আর হরিয়ানার কাজ নিয়েই আমি খুশি।”