মতিঝিলে ছিনতাই করার সময় গ্রেপ্তার ২

3 months ago 78

মতিঝিল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলে করে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে দুই পেশাদার ছিনতাইকারীকে। 

সোমবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- মনির হোসেন ওরফে নিরব (৩০) ও মো. পিন্টু ওরফে জহিরুল (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি ধারালো চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তালেবুর রহমান জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজার সংলগ্ন তিশা বাস কাউন্টারের সামনে মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের সময় তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশের একটি টহল দল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মতিঝিল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাই করত। মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১১টি মামলা এবং পিন্টুর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

Read Entire Article