মফস্বল সাংবাদিকতার শক্তিতে কালবেলার দাপুটে উত্থান

2 hours ago 5

‘দেশে বর্তমানে সাড়ে তিন হাজার পত্রিকা রয়েছে। কিন্তু কালবেলা মাত্র তিন বছরেই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। এটি কোনো দৈব ঘটনা নয়। মিডিয়া হাউস থেকে মফস্বল কর্মীদের সাহস জোগানো ও গড়ে তোলার মাধ্যমেই কালবেলার এই দাপুটে উত্থান।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মেহেরপুরের জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।

‘সত্য, সাহস, সুন্দরথ এই স্লোগানে দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘কালবেলা এমন একটি পত্রিকা, যা যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। বর্তমান সময়ে টিকে থাকা কঠিন হলেও, কালবেলা তা করে দেখিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই তারা মানুষের আস্থা অর্জন করেছে। আর এটা সম্ভব হয়েছে সংবাদকর্মীদের নিরলস পরিশ্রম ও দায়বদ্ধতার ফলে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু, সদর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন, এনসিপি মেহেরপুর জেলা শাখার সদস্য হাসনাত জামান সৈকত, মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. সউদ কবির মালিক। কলেজ শিক্ষক ও গণমাধ্যমকর্মী এস এম রফিকুল আলম বকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় পত্রিকা মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, এনসিপি মেহেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক আশিক রাব্বি, সদস্য মো. তামিম ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

আলোচনা সভা শেষে কেক কাটার সময় অনুষ্ঠানে এসে যুক্ত হন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান।

অতঃপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অ্যাডভোকেট আল মামুন অনলের নেতৃত্বে স্থানীয় ব্যান্ড ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এর পরিবেশনায় সুরের ঝংকারে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম।

অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মারুফ আহাম্মেদ বিজনের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধিদল দৈনিক কালবেলাকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে উপস্থিত হন।

এ সময় তারা বলেন, দৈনিক কালবেলার এ আয়োজন শুধু একটি বার্ষিকী নয় বরং মফস্বল সাংবাদিকতার শক্তি ও সাফল্যের প্রতীক হয়ে উঠেছে।
 

Read Entire Article