ঝিনাইদহের কালীগঞ্জে মেহেদী হাসান নামে এক কলেজছাত্রকে মব সৃষ্টি করে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় শিপলু জামান নামের স্থানীয় এক সাংবাদিক মব সৃষ্টি করে ওই শিক্ষার্থীকে রাস্তায় ফেলে লাথি মারেন। ওই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
জানা গেছে, মেহেদী হাসান সরকারি মাহতাব উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার খরচ জোগাতে মেহেদী হাসান দিনমজুরের কাজ করেন। গত বুধবার রাতে হাটের খাজনা তোলাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাংবাদিক শিপলু জামানের সঙ্গে কথা কাটাকাটি হয় মেহেদী হাসানের। এর জেরে শিপলু তার সহযোগী কয়েকজনসহ কলেজছাত্রকে রাস্তার ওপর ফেলে উপর্যুপরি মারধর করে। এ সময় শিপলু জামান ওই শিক্ষার্থীর মাথায় একাধিকবার লাথি মারেন। লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে অতীতের মতো মব সৃষ্টি করে নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে সাংবাদিক শিপলু জামানের ভয়ে মানুষ মুখ খুলতে সাহস পায়নি। এখন তিনি ছাত্রলীগ, যুবলীগ সঙ্গে নিয়ে নতুন করে ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত শিপলু জামান বছরের পর বছর নানা অপকর্ম করে আসছেন। তিনি দেড় যুগ ধরে কালীগঞ্জে রেলওয়ের চোরাই তেল বেচা-কেনা করে আসছেন, যা ওপেন সিক্রেট। ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নাম ভাঙিয়ে কালীগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। ওই সংসদ সদস্য জীবিত থাকাকালে নিজ বাড়িতে তার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
হাটের ইজারাদার হুমায়ুন কবির বলেন, মেহেদী হাসান খুব দরিদ্র পরিবারের সন্তান। পড়ালেখার পাশাপাশি সে দিনমজুরের কাজ করে। কিন্তু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উদ্দিনের ছেলে আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানসহ কয়েকজন মব সৃষ্টি করে তাকে বেধড়ক মারধর করে। শিপলু সাংবাদিকতার আড়ালে অবৈধ হুন্ডি কারবার পরিচালনা করে। সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিপলু জামানকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এ ব্যাপারে জানতে শিপলু জামানের মোবাইলে ফোনে একাধিকবার কল দিলেও বারবার তা বন্ধ পাওয়া গেছে।