মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

2 months ago 6

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের (Jamieson Greer) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি এবং বিশেষ করে চলমান শুল্ক আলোচনার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকটি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় সকাল ১১টায় রাষ্ট্রদূত গ্রিয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। এই আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উঠে আসে।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (আইসিটি ও টেলিযোগাযোগ) ফায়েজ আহমেদ তায়েব। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মার্কিন রাজধানীতে সরাসরি বৈঠকে অংশ নেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআর, কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষ পুনরায় বৈঠকে বসে। শুক্রবারও (১১ জুলাই) এই আলোচনা চলবে। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক হ্রাসের একটি সম্ভাব্য সমাধান আশা করা হচ্ছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।
 

Read Entire Article