সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো। আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেলে এই এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আইইসিসি বাংলাদেশ আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, আগামী ৬ সেপ্টেম্বর সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো, সিলেট ২০২৫।’ এই আয়োজনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন।
শিক্ষার্থীরা এই এক্সপোতে অংশগ্রহণ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহের সুযোগ পাবেন। কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থা থাকবে। এছাড়া শিক্ষার্থীরা স্পট অ্যাসেসমেন্ট, বিশেষ ছাড় এবং ভিসা কাউন্সেলিং সেবাও নিতে পারবেন।
আইইসিসি বাংলাদেশ বিশ্বাস করে, এই আয়োজন সিলেটের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সঠিক দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। নির্দিষ্ট দিনে শিক্ষার্থীদের সরাসরি ভেন্যুতে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।