মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার খোরশেদ খাস্তগীর প্রত্যাহার

4 hours ago 3

মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) শাহ আসিফ রহমান স্বাক্ষরিত পরিপত্রে প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়।

মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার খোরশেদ খাস্তগীর প্রত্যাহার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯.০০.০০০০.১১১.৪০.২৪৮.২০/৭৭৩ নম্বর স্মারকে ইস্যু করা চিঠিতে খোরশেদ আলম খাস্তগীরকে ঢাকায় সদরদপ্তর বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিপত্রে জানানো হয়, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরে খাস্তগীরের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদরদপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য পরিপত্রে অনুরোধ করা হয়। এ ছাড়া পরিবারের সদস্যরা ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন খাস্তগীর। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এমএএইচ/এমএস

Read Entire Article