মুক্তিপণ না পেয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা

7 hours ago 2

লালমনিরহাট সদর উপজেলায় অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরটারী গ্রামে সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাকিল নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাকিল তার নানির সঙ্গে লালমনিরহাটে থাকতো এবং পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছিল। শাকিলের বাবা শফিকুল ইসলাম আরেক সন্তান নিয়ে চট্টগ্রামের থাকেন। তার মা একজন দৃষ্টিপ্রতিবন্ধী।

jagonews24

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ) সকাল থেকে নিখোঁজ ছিল শাকিল। রাতে একটি নম্বর থেকে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শাকিলের পরিবার সেই নম্বর সদর থানায় দিলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ সেই নম্বর ব্যবহারকারী সোহান (১৮), সোহানের বাবা ও মাকে আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদে শাকিলকে হত্যার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকেলে থেকে লালমনিরহাট সদর থানার পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সহযোগিতায় সোহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর এ সার্কেল এসপি ফজলুল হক বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় তিনজনকে আটকের পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যমতে সদর উপজেলার ফকিরটারি থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিউল হাসান/এমএন/জেআইএম

Read Entire Article