সৌদি আরবের মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনকখাতের কর্মীদের জন্য চার দিনের ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে।
এই ছুটি ৩০ মার্চ (রোববার) থেকে শুরু হবে এবং ২ এপ্রিল (বুধবার) শেষ হবে। অর্থাৎ মোট ছুটি চার দিন।
এর ফলে কর্মীরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য দীর্ঘ সময় পাবেন। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন তারা।
শ্রম আইনের ২৪ অনুচ্ছেদের- ২ এ বর্ণিত বিধিমালা মেনে চলার জন্য নিয়োগকর্তাদের ওপর জোর দিয়েছে দেশটির মন্ত্রণালয়।
উদযাপনের গুরুত্বপূর্ণ সময়ে কর্মীদের যথাযথ বিশ্রাম এবং ছুটির সুবিধা নিশ্চিতে মূলত জোর দেওয়া হয়েছে।
পবিত্র রমজান মাসে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার গ্র্যান্ড মসজিদের বাতাসে কফি ও ঐতিহ্যবাহী নানা ধরনের মসলার সুগ্রাণ ছড়িয়ে পড়ে।
মসজিদটিতে প্রতিদিন হাজার হাজার ওমরাহ পালনকারী ও মুসল্লিরা ইফতার করতে জড়ো হন। তাদের কাছে সৌদি কফি কেবল একটি পানীয়ের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে। এটি আতিথেয়তা, আইডেনটিটি ও সাংস্কৃতিক গর্বের প্রতীক হয়ে উঠেছে।
রমজান মাসে প্রতিদিন মসজিদ প্রাঙ্গণজুড়ে ১২ হাজার ইফতার খাবারের সঙ্গে ৪০০ লিটার অ্যারাবিক কফি পরিবেশন করা হয়।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম