মুরাদগরের ঘটনার প্রতিবাদে মুখ খুললেন তারকারা

2 months ago 8

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের নৃশংস ঘটনায় উত্তাল পুরো দেশ। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর নিজের ফেসবুক পোস্টে লেখেন ‘দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক। প্রতিটি নারী নিরাপদে থাকুক। প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক। প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক।
মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি‌। ধর্ষকের ফাঁসির দাবি করছি।’

অভিনেত্রী তমা মির্জা একটি প্রতীকী ছবি শেয়ার করে লিখেছেন ‘মুরাদনগর, কুমিল্লা! বীভৎসতা!
Shame… ’

জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা শিমুল শর্মা দার্শনিক টোনে লেখেন ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’

সঙ্গীতশিল্পী পারসা মেহজাবিন পূর্ণি লেখেন ‘বিবস্ত্র বাংলাদেশ’

তারকাদের এই প্রতিবাদে সোশ্যাল মিডিয়াজুড়ে বাড়ছে সাধারণ মানুষের সংহতি। কেউ চাইছেন কঠোর শাস্তি, কেউ বলছেন—এ ধরনের ঘটনা আর না। তাদের ভাষায়, ‘শুধু পোস্ট নয়, দরকার কঠোর ও দ্রুত বিচার।’

Read Entire Article