মোটরসাইকেল আটক করায় থানায় যুবদল-ছাত্রদলের হামলা

3 months ago 15

শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল আটক করায় থানায় যুবদল-ছাত্রদলের হামলা

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার (৭ মে) রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল থানায় আটক করে নিয়ে আসে পুলিশ। সেই মোটরসাইকেলগুলো ছাড়াতে বৃহস্পতিবার রাতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ বেশ কয়েকজন। এসময় তারা কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলগুলো ছাড়তে অপারগতা প্রকাশ করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিয়ে তারা থানা চত্বরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গেলে হামলায় বিল্লাল হোসেন নামে পুলিশের এক কনস্টেবল আহত হন। পরে তাকে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, কিছু দুষ্কৃতকারী থানায় ইটপাটকেল নিয়ে হামলা চালিয়েছে। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া জানালার থাই গ্লাসসহ স্থাপনার ক্ষতি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেছি। অপরাধীরা যে দলের হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না।

বিধান মজুমদার অনি/এমএন/জিকেএস

Read Entire Article