মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, মেকানিকের মৃত্যু

5 days ago 8

রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর দুই মোটরসাইকেল সংঘর্ষে মো. আফজাল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ফুয়াদ হাসান (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। নিহত আফজাল পেশায় মোটরবাইক মেকানিক ছিলেন।

আফজাল হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার উতরাইল গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে। বর্তমানে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকতেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফজাল হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু রবিন বলেন, আফজাল পেশায় মোটরসাইকেল মেকানিক। বিকেলের দিকে মোটরসাইকেল চালিয়ে মহানগর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অন্য একটি মোটরবাইক ধাক্কা দেয়। এতে আফজালের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম

Read Entire Article