ময়মনসিংহের সড়ক-মহাসড়ক দখল করে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো অগণিত ট্রাক। এতে ভোগান্তির শিকার হচ্ছিলেন অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীরা। তবে এখন আর সেই চিত্র নেই। জাগো নিউজে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা ট্রাক সরানো হয়েছে। ফলে যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (২৬ মে) বিকেলে নগরীর ময়লাকান্দা এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক দখল করে একটি ট্রাকও দাঁড়িয়ে থাকা অবস্থায় নেই। নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন। অথচ এই এলাকায় সড়ক দখল করে প্রতিদিন শত শত ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো। এতে বিড়ম্বনায় পড়তে হতো চালক, যাত্রীসহ পথচারীদের।
এ নিয়ে গত ১৪ মে ‘ট্রাকের দখলে মহাসড়ক, নীরব কর্তৃপক্ষ-’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। এতে তুলে ধরা হয়, সড়ক-মহাসড়ক দখল করে ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে অন্য যানবাহনগুলোর বিড়ম্বনাসহ দুর্ঘটনার চিত্র। একইসঙ্গে সড়কে ট্রাক রাখার কারণও তুলে ধরা হয়। বলা হয়, ময়মনসিংহ-শেরপুর, ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক সড়কসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন স্থানের অংশ দখল করে রাখা হয়েছে ট্রাক। এসব ব্যস্ততম সড়কে তিন চাকার যানবাহনসহ বিভিন্ন যানবাহন দ্রুতগতিতে ছুটে চলছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারপরও সড়ক দখল করে ট্রাক রাখা থেকে বিরত থাকছে না চালকরা। দুর্ঘটনা রোধে সড়কের পাশে বন্ধ করে রাখা ট্রাক সরানো প্রয়োজন।
সোমবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর পাটগুদাম ব্রিজ (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) পার হওয়ার পর ময়লাকান্দা এলাকায় সবচেয়ে বেশি ট্রাক নিয়ে আসেন চালকরা। প্রতিদিন শত শত ট্রাক সড়ক দখল করে দাঁড়িয়ে থাকে। স্থানীয়রা এ নিয়ে প্রতিবাদ করলেও চালকরা ট্রাক সরাননি। তবে পুলিশের তৎপরতায় এখন সড়কে ট্রাক দাঁড় করিয়ে রাখা হচ্ছে না। অন্যান্য সড়কেও দাঁড় করিয়ে রাখা অবস্থায় ট্রাক দেখা যাচ্ছে না। এতে চালক-যাত্রীসহ সব শ্রেণি-পেশার লোকজন স্বস্তি পেয়েছেন। তবে আবারও যেন ট্রাকচালকরা সড়ক দখল না করতে পারেন, সেজন্য সংশ্লিষ্টদের তদারকিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলছেন স্থানীয়রা।
ময়লাকান্দা এলাকার বাসিন্দা জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘ট্রাক রাখার জায়গা নেই অজুহাতে সড়ক দখল করে অগণিত ট্রাক রাখা হতো। তবে এখন এই এলাকার সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক নেই। হঠাৎ দু-একটি ট্রাক থামলেও সড়ক ছেড়ে মাটিতে রাখছে। তবে যে কোনো সময় আবারও নিয়মিতভাবে সড়কে ট্রাক রাখা শুরু হবে বলে আশঙ্কা করছি।’
আজিজ মিয়া নামের একজন ট্রাকচালক বলেন, ‘অনেক চালক দূর-দূরান্ত থেকে গাড়ি চালিয়ে ময়মনসিংহে আসেন। ট্রাক টার্মিনাল না থাকায় ট্রাকগুলো সড়কের পাশে সারিবদ্ধ করে রাখা হয়। ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ায় এখন পেট্রোল পাম্পে গাড়ি রাখছি। তবে অনেক চালক আগে থেকেই পেট্রোল পাম্প কিংবা মোটর গ্যারেজে গাড়ি রাখেন।’
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু নাছের মো. জহির জাগো নিউজকে বলেন, সড়ক দখল করে ট্রাক দাঁড়িয়ে থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এভাবে সড়ক দখল করার কারণে দুর্ঘটনা ঘটার অনেক নজির রয়েছে। ফলে সড়কে ট্রাক বন্ধ অবস্থায় রয়েছে দেখতে পেলে ট্রাকগুলো সরিয়ে দিচ্ছি।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকেই সচেতন থাকতে হবে। চালকদের আরও বেশি সচেতন থাকতে হবে। সড়ক দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা যাবে না। সড়কে বন্ধ অবস্থায় ট্রাক থাকলে সরিয়ে দেওয়া হচ্ছে। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের চেষ্টার কমতি নেই।
কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম