বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউনিয়া এলাকার বাসিন্দা সুরুজ গাজী হত্যা মামলায় বাবা-মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মজিবর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নগরীর কাশিপুর এলাকা থেকে হত্যা মামলার ৬ নম্বর আসামি কনা বেগম এবং তার ছেলে ৭ নম্বর আসামি অনিক হাওলাদারকে গৌরনদী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে বাবা-মা ও সন্তান। এদের মধ্যে মা ও ছেলে মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি জানিয়েছেন, হত্যা মামলার প্রধান আসামি ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন, তার স্ত্রী শাবানা এবং তিন ছেলে এখনো আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। বুধবার গ্রেপ্তার হওয়া হামলার তিন আসামিকে বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল সিটির ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে জখম করে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই শাহিন গাজী।