যে ৫ কারণে সারাক্ষণ ক্লান্ত লাগে
সকাল থেকেই শরীর ভার লাগছে? কাজ করতে ইচ্ছে করছে না, অথচ তেমন ভারী কিছু করাও হয়নি—এমনটা কি আপনার সঙ্গেও হয়?
আজকের ব্যস্ত জীবনযাপনে ক্লান্তি একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে যদি প্রতিদিন, সারাদিন ক্লান্ত বোধ করেন—তাহলে সেটা উপেক্ষা করার মতো কিছু নয়। কারণ এর পেছনে থাকতে পারে এক বা একাধিক শারীরিক বা মানসিক কারণ।
আরও পড়ুন : এক মাসে কতটা ওজন কমানো নিরাপদ, জানালেন চিকিৎসক
আরও পড়ুন : কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়
বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু দৈনন্দিন অভ্যাস আছে যা অজান্তেই আমাদের শরীর থেকে এনার্জি চুরি করে নেয়। চলুন, জেনে নিই সেই সাধারণ ৫টি কারণ, যেগুলোর জন্য সারাদিন ক্লান্তি লেগে থাকতে পারে।
১. অনিয়মিত খাওয়া-দাওয়া
অনেকেই সকালে না খেয়ে অফিসে চলে যান, বা দুপুরে শুধু কিছু হালকা নাশতা সেরে ফেলেন। আবার কেউ কেউ খাওয়ার নির্দিষ্ট সময় না মেনে যেটা যখন মনে হয়, তখন খেয়ে নেন।
এভাবে চললে শরীর সময়মতো প্রয়োজনীয় পুষ্টি পায় না। ফলে এনার্জি কমে যায়, ক্লান্তি চেপে বসে।
সমাধান: নিয়ম করে দিনে ৩ বেলা প্রধান খাবার এবং ২ বেলা হালকা নাশতা খাওয়ার অভ্যাস করুন।
২. মানসিক চাপ বা স্ট্রেস
চিন্তা, দুশ্চিন্তা, অফিসের টেনশন, পারিবারিক সমস্যা—এসব মানসিক চাপ শুধু মনের ওপর নয়, শরীরের ওপরও প্রভাব ফেলে। মাংসপেশি টান টান লাগে, মাথা ধরে থাকে, পেট খারাপ হয়—সব মিলিয়ে আপনি সারাক্ষণ ক্লান্ত বোধ করেন।
সমাধান: প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের জন্য রাখুন—মেডিটেশন, হালকা ব্যায়াম বা পছন্দের কাজ করুন।
৩. পর্যাপ্ত ঘুম না হওয়া
স্মার্টফোন, টিভি, ল্যাপটপ—সব মিলিয়ে রাতের ঘুম আগেই কমে গেছে। ঘুম কম হলে শুধু ক্লান্তি নয়, বিরক্তি, মন খারাপ এমনকি ভুলে যাওয়ার প্রবণতাও বাড়ে।
সমাধান: প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের চেষ্টা করুন। ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে স্ক্রিন টাইম বন্ধ রাখুন।
৪. ওজন বেশি থাকা (স্থূলতা)
যাদের ওজন বেশি, তাদের শরীরকে প্রতিদিন বেশি কষ্ট করতে হয়। সাধারণ কাজেও অনেক এনার্জি খরচ হয়। ফলে এমনিতেই ক্লান্ত লাগে।
সমাধান: সুষম খাদ্য ও হালকা এক্সারসাইজ দিয়ে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন।
৫. ডায়াবেটিস (রক্তে শর্করার ভারসাম্যহীনতা)
ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হলো নিয়মিত ক্লান্তি। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক না থাকলে শরীরের কোষগুলো ঠিকভাবে এনার্জি ব্যবহার করতে পারে না। ফলে অল্পতেই ক্লান্ত লাগতে থাকে।
সমাধান: যদি ক্লান্তির সঙ্গে সঙ্গে ওজন কমা, ঘন ঘন প্রস্রাব বা বেশি পানি তেষ্টা লাগে—তাহলে ডায়াবেটিস পরীক্ষা করান।
ক্লান্তি কখনো সাধারণ বিষয়, আবার কখনো গুরুতর কোনো সমস্যার লক্ষণ। তাই অবহেলা না করে নিজের দৈনন্দিন জীবনযাত্রা, ঘুম, খাদ্যাভ্যাসের দিকে নজর দিন।
আরও পড়ুন : দাঁতে দাগ? জেনে নিন দূর করার ৬ ঘরোয়া উপায়
আরও পড়ুন : চোখের নীরব বিপদ ডায়াবেটিক রেটিনোপ্যাথি
জীবন তো একটাই—চালাতে হবে ঠিকঠাকভাবে, নয় তো শরীর-মন দুটোই হাল ছেড়ে দেবে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা