র‍্যাবের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

5 days ago 8
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।  সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইয়ারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার হওয়া রাজন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। র‍্যাব জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজন ভূঁইয়া নরসিংহপুর এলাকায় ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাবের প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজন ভূঁইয়ার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা ও লাশ পোড়ানোসহ অন্তত ২০টি মামলা রয়েছে। এর মধ্যে চার থেকে ৫টি মামলা বর্তমানে চলমান। র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, একাধিক হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Read Entire Article