রমজানে বৃষ্টিতে ভিজল কাবা
পবিত্র রমজানে অসাধারণ দৃশ্যের মুখোমুখি হয়েছে সৌদি। দেশটিতে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃষ্টিতে ভিজেছে পবিত্র কাবা।
বৃহস্পতিবার ( ০৬ মার্চ) ইনসাইড দ্য হারামাইনে প্রকাশিত এক ভিডিওতে এ দৃশ্যের দেখা মিলেছে।
ভিডিওতে দেখা গেছে, সৌদির আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। এ সময় কাবায় তাওয়াফরত হাজার হাজার মানুষ ছিলেন। এছাড়া আরও অনেকে এলাকাটিতে ছিলেন। তখন বৃষ্টি নামলে ভিজে যান তারা। মুসল্লিরা কাবার এ দৃশ্য উপভোগ করতে থাকেন।
পবিত্র রমজানে মুসলমানরা তুলনামূলকভাবে বেশি ওমরা করতে যান। অনেকে রমজান মাস কাবার সানিধ্যে কাটানোর বাসনা থেকে দেশটিতে সফরে যান। ফলে এ সময়ে বাড়তি প্রস্তুতি রাখেন কর্তৃপক্ষ।