রাজবাড়ীতে অস্ত্রসহ সন্ত্রাসী কাজল ও তার সহযোগী গ্রেপ্তার

1 month ago 17

রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ ১১ মামলার আসামি সন্ত্রাসী কাজল ও তার সহযোগী রানা আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার কাজল উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মো. অনাথ আলীর ছেলে। তার বডিগার্ড  রানা আহম্মেদ একই এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাকে ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি মোবাইল ফোন ও কয়েকটি আতশবাজি উদ্ধার করা হয়। সন্ত্রাসী কাজল তার কাছে থাকা অস্ত্র প্রদর্শন করে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করত। এলাকার মানুষ তাকে সন্ত্রাসী কাজল নামেই চেনে। 

তিনি আরও বলেন, এর আগে তার নামে পাংশা মডেল থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি ও মারামারির মামলা রয়েছে। এখন পর্যন্ত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার কাজলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড আবেদন করা হবে।

Read Entire Article