রাজবাড়ীতে পদ্মার চরে বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ

3 months ago 8

রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে ১৯টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার (২৫ মে) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

এর আগে শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-শাহামীরপুর এলাকার পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত হাসেম শেখ বলেন, তারা ৪০ বছর ধরে পদ্মার চর-শাহামীরপুরে বসবাস করে আসছেন। হঠাৎ পাবনার লোকজন এই চরকে তাদের বলে দাবি করছে এবং গতকাল প্রায় শতাধিক মানুষ দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে এসে আমাদের বাড়িঘরে হামলা চালায়। তখন ভয়ে আমরা পাশে বনের ভেতর লুকিয়ে ছিলাম। সে সময় তারা আমার একটা পাওয়ার টিলার, একটা সেলো মেশিন, ৪০ মণ ধান ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

রাজবাড়ীতে পদ্মার চ‌রে বাড়িঘ‌রে ভাঙচুর-অগ্নিসং‌যোগ

চরের বাসিন্দা আমজাদ খান, মো. কাশেম শেখসহ কয়েকজন বলেন, এখানে আমাদের জন্ম। এখন বুড়ো হয়ে যাচ্ছি। আমাদের জমির কাগজপত্র সবই আছে। কিন্তু পাবনার লোকরা বলছে এটা তাদের জমি। কাল তারা আমাদের প্রায় ১৯টি বাড়িঘর ভাঙচুর করে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসময় ধান, জমানো নগদ টাকার পাশাপাশি অনেকের গরু বিক্রি করা টাকাও নিয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

পাংশা মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, হামলার মূল কারণ হলো জমির সীমানা নির্ধারণ নিয়ে। এপারের মানুষের দাবি জমি তাদের, আর ওপারের মানুষের দাবি জমি তাদের। খবর পেয়ে পুলিশ গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

রু‌বেলুর রহমান/জেডএইচ/জিকেএস

Read Entire Article