রাতের আঁধারে লেবু বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

3 hours ago 4

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে এক সাংবাদিকের লেবু বাগানের প্রায় অর্ধশতাধিক ফুল ও ফল ধরা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ মার্চ) ভোর রাতে কালকিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের পাংগাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক কালবেলা পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি রনি আহমেদ নিপুল।

এ বিষয়ে রনি আহমেদ নিপুল অভিযোগ করে বলেন, ছোট একটা জায়গায় তিনি বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক লেবু গাছের চারা রোপণ করেছিলেন। ওই চারাগুলো বাড়ন্তের সময় দুর্বৃত্তরা রাতের আঁধারে লেবু বাগানের ফুল ও ফল ধরা গাছগুলো কেটে ফেলে বাগান নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কেউ শত্রুতাবশত আমার এ ক্ষতি করে থাকতে পারে। আজ গাছ কাটছে, অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে। তাই আমি সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নেব।

এলাকাবাসী জানায়, গত রাতে সেহরি খাওয়ার কিছুক্ষণ আগে আনুমানিক রাত ৩টার দিকে দা দিয়ে কিছু কোপানোর শব্দ পান তারা। তবে ডাকাত আতঙ্কে কেউ বাইরে বের হওয়ার সাহস করেনি। সকালে উঠে দেখে গাছগুলো কারা যেন কেটে ফেলেছে। গাছের সঙ্গে এমন শত্রুতা করায় সবাই ধিক্কার জানিয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ‘রাতের আঁধারে সাংবাদিকের বাগানের লেবু গাছ কাটার বিষয়টি জেনেছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Read Entire Article