রান্নাঘরের আগুনে পুড়ে ছাই ২৫ ঘর

4 weeks ago 10

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুতের আগুনে ৯ পরিবারের ২৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সহায়তা দিয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কাটাপাড়ার নজরুর ইসলামের রান্নাঘর থেকে আকস্মিক আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে সাত পরিবারের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। আংশিক পুড়েছে আরও দুই পরিবারের ঘর। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগুনে ২৫টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা, খাদ্য পণ্য পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু কালাম আজাদ বলেন, স্থানীয়দের সঙ্গে আমিও আগুন নেভানোর জন্য চেষ্টা করি। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গ্রামের সবাই একত্র হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আমাদের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী বলেন, ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শুকনো খাবারসহ প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে।

সফিকুল আলম/এফএ/এমএস

Read Entire Article