রাশিয়ায় ইরানি শিশুর সঙ্গে এ কেমন আচরণ, সারা বিশ্বে তোলপাড় (ভিডিও)

2 months ago 11

নিজের মতো দাঁড়িয়েছিল অবুঝ শিশুটি। এ সময় তার পাশে এসে দাঁড়ায় এক ব্যক্তি। এরপর আশপাশ তাকিয়ে শিশুটিকে মাথার উপরে উঠিয়ে আছাড় মারেন ওই ব্যক্তি। মুহূর্তেই শিশুটির দেহ দুমড়েমুচড়ে যায়। এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। 

সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে রাশিয়া গিয়েছিল ওই শিশুর পরিবার। দেশটির খিমকি শহরের শেরেমেতিয়েভো বিমানবন্দরে মায়ের সঙ্গে ছিল এই ইরানি শিশু। শিশুটির অন্তঃসত্ত্বা মা যখন চেয়ার আনতে কিছুক্ষণের জন্য দূরে গিয়েছিলেন তখনই ঘটে এই ঘটনা। শিশুটির মাথা ও মেরুদণ্ডে আঘাত লাগার কারণে সে কোমায় চলে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, যে ব্যক্তি এই কাজ করেছেন তিনি বেলারুশীয় পর্যটক। মাদকের নেশায় বুঁদ হয়ে বিমানবন্দরে ভেতরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী ভ্লাদিমির ভিটকভ নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত ব্যক্তি সাইপ্রাস থেকে রাশিয়ায় এসেছিলেন। তার নিজেরও ওই শিশুর বয়সী একটি মেয়ে আছে। পুলিশের সন্দেহ, অভিযুক্ত ব্যক্তি ওই সময় মাদকাসক্ত ছিলেন। তার রক্তে গাঁজার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে এবং ঘটনার সময় তিনি মাদক বহন করছিলেন। ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তির তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

 

Read Entire Article