রিক্তা বানুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবর্ধনা

2 weeks ago 17

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর মধ্যে কুড়িগ্রামের চিলমারীর রিক্তা আক্তার বানু স্থান পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা রমনা মডেল ইউনিয়নে রিক্তা আক্তার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ছাত্রনেতারা তাকে এ সংবর্ধনা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন, জাহিদ হাসান ও মো. ইসলাম ফারুকী, সংগঠক মুতাসিম বিল্লাহ তাজ, সাজ্জাদ সাফিন বিন মতিন, আব্দুর রহমান পারভেজ, উপজেলার ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির প্রমুখ। 

এ সময় মুখ্য সংগঠক সাদিকুর রহমান বলেন, রিক্তা আক্তার বানু কুড়িগ্রামের জন্য গর্বের প্রতীক এবং তার কাজ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা তার এই উদ্যোগকে আরও সম্প্রসারণে সহায়তার অঙ্গীকার করছি।

Read Entire Article