রোনালদোর নতুন চুক্তি: দুই দিনেই আয় ১৩ কোটি টাকা!
ফুটবল ইতিহাসে এমন বেতন আর চুক্তি সম্ভবত কখনও দেখা যায়নি। বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরে করা চুক্তির কথা। সিআরসেভেনকে ধরে রাখতে গিয়ে সৌদি ক্লাব আল-নাসর তাকে দিয়েছেন ক্রীড়াজগতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি—যেখানে তিনি প্রায় দুই দিনে তের কোটির উপরে টাকা আয় করবেন এমনটাই দাবি ব্রিটিশ সংবাদপত্র দ্য সানের!
বৃহস্পতিবার বিকেলে আল-নাসরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাদের অধিনায়ক রোনালদো নতুন করে আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্য দিয়ে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা খেলোয়াড়ের আরব-অভিযান নতুন মোড় নিল।
কত আয় করছেন রোনালদো?
বেতন:
রোনালদোর নতুন বছরে বেতন ১৭৮ মিলিয়ন পাউন্ড—যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫৩৭ কোটি টাকা!
দিনে আয়: ৪.৮৮ লাখ পাউন্ড (~ ৭ কোটি টাকা)
দুই দিনে আয়: ১৩ কোটি টাকারও বেশি!
সাইনিং ফি:
চুক্তি সই করার জন্য রোনালদো পেয়েছেন ২৪.৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩৪৮ কোটি টাকা), যা ৩৮ মিলিয়ন পাউন্ডে (৫৩৮ কোটি টাকা) উন্নীত হতে পারে, যদি তিনি দ্বিতীয় বছরেও ক্লাবে থাকেন।
অতিরিক্ত বোনাস?
গোল্ডেন বুট জিতলে: ৪ মিলিয়ন পাউন্ড (৫৬ কোটি টাকা)
আল-নাসর যদি লিগ জেতে: ৮ মিলিয়ন পাউন্ড (১১২ কোটি টাকা)
মোট সম্ভাব্য আয়: ৫০ কোটিরও বেশি পাউন্ড (~ ৭ হাজার কোটি টাকা!)
*বি.দ্র: ১ পাউন্ড=১৪০ টাকা হিসেব করে
ক্লাব মালিকানার অংশও পাচ্ছেন!
রোনালদোর নতুন চুক্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো—আল-নাসরের ১৫ শতাংশ মালিকানা তার হাতে তুলে দেওয়া হয়েছে, যার বাজারমূল্য ৩৩ মিলিয়ন পাউন্ড (~ ৪৬৭ কোটি টাকা)। এছাড়া তিনি শিগগিরই ক্লাবটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও দায়িত্ব নেবেন।
২০২৪-২৫ মৌসুমে ব্যর্থতা ও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে জায়গা না পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন, সৌদি অভিযান শেষ হতে চলেছে রোনালদোর। কিন্তু সপ্তাহজুড়ে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়ে দিলেন, কোথাও যাচ্ছেন না। বরং ইতিহাস গড়া এক চুক্তিতে আরও শক্তভাবে জড়িয়ে থাকছেন ‘ফারিস নাজদের’ সঙ্গে।
রোনালদোর বয়স এখন ৪০ ছুঁইছুঁই, কিন্তু মাঠের পারফরম্যান্স এবং বাজারমূল্যে তিনি এখনও দুর্দমনীয়। তার নতুন এই চুক্তি শুধু ফুটবলে নয়, গোটা ক্রীড়াজগতেই নতুন মাইলফলক—যা বলে দিচ্ছে, ‘বয়স যতই হোক, রোনালদো মানেই বিশ্বমঞ্চে সর্বোচ্চ তারকামূল্য!’
The details of Cristiano Ronaldos new contract with Al-Nassr is mind-blowing.
( @SunSport ) pic.twitter.com/ndGZMJ0BhZ
— Transfer News Live (@DeadlineDayLive) June 26, 2025