লাইভের আগ মুহূর্তে তরুণীর ফোন ছিনতাই (ভিডিও)

1 month ago 7

সম্প্রচার শুরু হতে আর বেশি সময় বাকি নেই। কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যাবে তাকে। তাই সম্প্রচার শুরুর আগ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন তরুণী। ঠিক সেই সময় তার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

এই খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। সংবাদমাধ্যম প্রতিবেদন অনুয়াযী, আলোচিত এই ঘটনা ঘটেছে ব্রাজিলের রিও ডি জেনেরিওর দক্ষিণ প্রান্তে বোতাফোগো এলাকায়। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইভের প্রস্তুতি নিচ্ছেন এক তরুণী। ওই সময় রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। সুযোগ বুঝে তরুণীর মোবাইল নিয়ে দ্রুত বেগে ছেড়ে পালিয়ে যান তিনি।

তখন ফোন ফেরত পেতে বাইকচালকের পেছনে দৌড় দেন তরুণী। কিন্তু তার প্রচেষ্টা সফল হয়নি। এরপর ওই তরুণী ইনস্টাগ্রামে লাইভে এসে এ ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশ তার ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।


 

Read Entire Article