পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে (১৭) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১১ মে) বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরান মুন্সিকে গ্রেফতার করা হয়। তিনি আত্মগোপনে ছিলেন। বার বার অবস্থান পরিবর্তন করছিলেন যাতে গ্রেফতার এড়াতে পারেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সাজেদুল ইসলাম বলেন, ইমরান মুন্সিকে গ্রেফতারে আমাদের একাধিক টিম ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে সফলভাবে তাকে আটক করা সম্ভব হয়েছে।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম ৭ মে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, শাকিব মুন্সি, সিফাত মুন্সি এবং ইমরান মুন্সি। এরমধ্যে শাকিব ও সিফাতকে আগেই যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছিল।
১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে দুমকির রাজগঞ্জ গ্রামে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন লামিয়া আক্তার নিজে দুমকি থানায় মামলা করেন।
ঘটনার প্রায় এক মাস পর ২৬ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে দাফন করা হয়।
আব্দুস সালাম আরিফ/জেডএইচ/জিকেএস