লালমনিরহাটে ১৬ দোকান ভাঙচুর ও লুটপাট

3 hours ago 4

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হাজরানিয়া বাজারে অন্তত ১৬টি দোকানে ভাঙচুর চালিয়ে টাকা ও মালপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কথা কাটাকাটির জেরে বাজারে হামলা চালিয়েছে পাশের গ্রামের কয়েকজন বাসিন্দা। এ সময় ১৪ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়।

সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার হাজরানিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, সোমবার বাজারের ভোটমারী গ্রামের কয়েকজনের সঙ্গে হাজরানিয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর বাগবিতণ্ডা হয়। এর মধ্যে রাতে বাজারে অবস্থান নেওয়া মোজাম খাঁ নামে এক ব্যক্তিকে পূর্ববিরোধের জেরে লাঠিসোঁটা নিয়ে মারধর শুরু করে একদল দুর্বৃত্ত। 

এ সময় মিন্টুসহ বাজারের ব্যবসায়ীরা তাকে বাঁচাতে এগিয়ে যান। তখন দুর্বৃত্তরা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।

Read Entire Article