শফিউল আলম প্রধান আমৃত্যু আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন: দুদু

5 months ago 9

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন, ভারতবিরোধী ছিলেন। অবস্থান পরিবর্তন করেছেন কিন্তু গণবিরোধী, দেশবিরোধী সমর্থন করেন নাই। কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই।

বুধবার ২১ মে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার উদ্যোগে শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শফিউল আলম প্রধানের সংগ্রামী জীবনের চিত্রপ্রদর্শনী ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, শফিউল আলম প্রধানের রাজনৈতিক অনুসারী ছিলাম না। তার রাজনীতি এবং আমার রাজনীতি বিপরীত একটি বিষয় ছিল। তার যে সাহসিকতা সত্যবাদিতা নিজের রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অবস্থান নেওয়া এটা আমার ভালো লেগেছে। মানুষ যা দেখছেন তার বিপরীত চিন্তাধারাও তার মধ্যে ছিল। তিনি আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন। তিনি অবস্থান পরিবর্তন করেছেন কিন্তু গণবিরোধী, দেশবিরোধী কখনো সমর্থন করেন নাই। তিনি কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয় নাই।

তিনি বলেন, শফিউল আলম প্রধান বাংলার ইতিহাসের অন্যতম একজন ব্যক্তি যিনি দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। ক্ষমতাকে রাজনীতির বিষয় বলে মনে করেননি। তিনি সত্য উচ্চারণে কখনো পিছপা হননি। এই হচ্ছে তার চরিত্রের অন্যতম দিক বলে আমার মনে হয়েছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বর্তমানে মানুষ ক্ষমতার জন্য সম্পত্তির জন্য খুব দূরত্বই রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে। এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে হয়তোবা জাতীয় চরিত্রকে কলুষিত করেছে। শফিউল আলম প্রধান ছিলেন ঠিক এর বাইরের একটা চরিত্র। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।

স্মরণ সভায় আরও বক্তব্য দেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কর্নেল (অব.) হাসিবুর রহমান, শফিউল আলম প্রধানের বড় ভাই কবির প্রধান, জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।

কেএইচ/এমআরএম/জেআইএম

Read Entire Article