শরতে ব্লাশ ছাড়াই গালে পাবেন গোলাপি আভা

2 weeks ago 10

মেকআপের সময়ে নারীরা মুখে গোলাপি আভা ফুটিয়ে তুলতে ব্লাশ ব্যবহার করে। দেখতে বেশ সুন্দর লাগে। ক্রিম বা পাউডার বেসড ব্লাশ বেশ জনপ্রিয় হলেও প্রতিদিন ব্যবহারে ত্বকের ক্ষতি হয়। যদি মেকআপ ছাড়াই প্রাকৃতিক উপায়ে চেহারায় ফুটে ওঠে গোলাপি আভা তাহলে কেমন হয়! নিয়মিত কিছু উপায়ে যত্ন নিলে ত্বকে গোলাপি আভা ফুটে উঠবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে প্রাকৃতিকভাবে মুখে গোলাপি আভা আনবেন-

পেঁপে ও চন্দন গুঁড়া

গালে গোলাপি আভা আনতে পেঁপে ও চন্দন গুঁড়া ব্যবহার করতে পারেন। কয়েক টুকরো পাকা পেঁপে, ১ চা চামচ চন্দন গুঁড়া, ১ চা চামচ মধু মিশিয়ে মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। পাকা পেঁপেতে থাকা পেপেইন হালকা এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি মুখের মৃত কোষ সরিয়ে দেয় এবং আপনার ত্বককে উজ্জ্বল করে। এছাড়া নিয়মিত ব্যবহারে বলিরেখা প্রতিরোধ করা যায়, চামড়া টানটান থাকে।

শরতে ব্লাশ ছাড়াই গালে পাবেন গোলাপি আভা

বিটরুটের রসের ব্যবহার

বিটরুটে থাকা ভিটামিন সি কোলাজেনের আধিপত্য বাড়িয়ে ত্বককে সুস্থ-সুন্দর করে তোলে। বিটে থাকা প্রাকৃতিক মেরুন রং ত্বকে গোলাপি আভা এনে দিতে পারে। ত্বকে গোলাপি আভা আনতে বিটের রস তুলার বলের সাহায্যে মুখে, গলায় ও ঘাড়ে ব্যবহার করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এছাড়া বিটের রসের সঙ্গে চালের গুঁড়া, মধু, দুধের সর, দই, গোলাপজল অথবা মুলতানি মাটি মিলিয়ে ব্যবহার করলে ত্বকে টানটান ভাব ও লাবণ্যময় আভা ফুটে উঠবে।

শরতে ব্লাশ ছাড়াই গালে পাবেন গোলাপি আভা

গোলাপজল ও গ্লিসারিন

প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপজল জনপ্রিয়। ত্বকে পিএইচের ভারসাম্য রক্ষা করে। অন্যদিকে গ্লিসারিন খুব ভালো ময়শ্চারাইজার। এই দুই উপকরণের সংমিশ্রণ ত্বকে মেখে সারা রাত রেখে দিলে ত্বকে প্রাকৃতিক ভাবে গোলাপি আভা পাওয়া যাবে।। চাইলে একটি কাচের বোতলে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে রাখতে পারেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করতে পারেন।

গোলাপফুল ও মধু

গোলাপের পাপড়ি থেঁতো, লেবু আর মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্যাকটি ঠোঁটেও লাগাতে পারেন। এছাড়া ৩টি গোলাপ ফুল পেস্ট করে আধা চা চামচ মধু ও আধা চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে ত্বকে মাখুন। ২০ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতেই সহজে ত্বকে গোলাপি আভা পেয়ে যাবেন।

শরতে ব্লাশ ছাড়াই গালে পাবেন গোলাপি আভা

ডিমের সাদা অংশ ও মধু

১ টি ডিমের সাদা অংশ নিন। এতে ১ টেবিল চামচ মধু খুব ভালো করে মেশান। এই মিশ্রণটি আঙুলের ডগায় নিয়ে মুখে ভালো করে ম্যাসেজ করে লাগান। ১০ মিনিট ত্বকে রেখে দিন। কুসুম গরম পানি দিয়ে ১০ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং ত্বকে আসবে গোলাপি আভা।

সূত্র: মিডিয়াম, দ্য ইকোনমিক টাইমস

আরও পড়ুন:

এসএকেওয়াই/জেএস/এমএস

Read Entire Article