শাবিপ্রবির প্রধান ফটকের নাম ‘শহীদ রুদ্র তোরণ’ দিলেন শিক্ষার্থীরা

1 month ago 20

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের নাম ‘শহীদ রুদ্র তোরণ’ হিসেবে ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ জুলাই) দুপুর ৩টার দিকে এ ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, রুদ্র সেনের স্মরণে শাবিপ্রবির প্রধান ফটকের নাম ‘শহীদ রুদ্র তোরণ’ ঘোষণা করছি।

১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় পালাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে সুরমা এলাকার খাল পার হওয়ার সময় পানিতে ডুবে প্রাণ হারান রুদ্র সেন।

তিনি দিনাজপুরের পাহাড়পুর এলাকার সুবীর সেনের ছেলে। এছাড়া শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাঈম আহমদ শুভ/জেডএইচ/জিকেএস

Read Entire Article