শাহরুখের সিনেমায় পাক-ভারত যুদ্ধের প্রভাব

5 months ago 33

পাক-ভারত যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের অনেক তারকা। বেশিরভাগ যুদ্ধের পক্ষে থাকলেও অল্প কজন তারকাকে পাওয়া গেছে যুদ্ধবিরোধী অবস্থানে। তবে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা শাহরুখ খান এ যুদ্ধ নিয়ে ছিলেন নিশ্চুপ। যুদ্ধবিরতির পরও পাক-ভারত যুদ্ধের প্রভাব পড়েছে তার আসন্ন সিনেমায়।

আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল ‘কিং’ ছবির শুটিং। কিন্তু পাক-ভারত যুদ্ধপরিস্থিতির কথা মাথায় রেখে শুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। সংশ্লিষ্ট সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও কিছু বিষয় এখনও স্পর্শকাতর। তাই শঙ্কা এখনও কাটেনি। এই সময়ে কাজ শুরু করা ঠিক হবে কি না, তা নিয়ে চিন্তিত তারা। বরং পরিবেশ-পরিস্থিতি শান্ত হলে ছবির কাজ শুরু করা ভালো হবে বলে ভাবছেন নির্মাতা।

দীর্ঘদিন ধরেই ‘কিং’ ছবি নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা চলছে। শাহরুখের এই ছবিতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এই ছবি দিয়ে বড়পর্দার অভিষেক হবে তার। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি প্রমুখ। জানা গেছে, সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধান্ত আনন্দ।

২০২৬ সালের শেষ দিকে ‘কিং’ মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। শুটিং পেছালে মুক্তির এই তারিখ পেছাবে কি না তা এখনও জানা যায়নি। শাহরুখকে সর্বশেষ দেখা যায় ২০২৩ সালের ছবি ‘ডাঙ্কি’তে। এর আগে সে বছরই ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Read Entire Article