শিক্ষকদের বাড়িভাড়া বাড়লেও চিকিৎসাভাতা-বোনাস আগের মতোই

9 hours ago 4

টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হলেও চিকিৎসাভাতা ও উৎসবভাতা (বোনাস) আগের মতোই থাকছে। অর্থাৎ চিকিৎসাভাতা ৫০০ টাকা ও উৎসবভাতা মূল বেতনের ওপর ৫০ শতাংশ (শিক্ষক -কর্মচারী উভয়ই) হারে পাবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সেখানে আপাতত বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আর চিকিৎসাভাতা ও উৎসবভাতা আগের মতোই রাখা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িভাড়া ছাড়া অন্য সব ভাতা আপাতত আগের মতোই থাকছে। পরবর্তীতে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article