ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, ‘শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানই আমাদের প্রথম অগ্রাধিকার। বিশ্ববিদ্যালয়ে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই।’
রোববার ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরহাদ এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফাস্ট এইড বুট ক্যাম্প আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনটি হয়।
ফরহাদ বলেন, ‘প্রতিটি হাসপাতালের জরুরি বিভাগ নিচ তলায় থাকে। কিন্তু হাস্যকর বিষয় হলো আমাদের ঢাবি মেডিকেলের জরুরি বিভাগ এতদিন ধরে দ্বিতীয় তলায় ছিল। যেটি কিছুদিন আগে নিচ তলায় নিয়ে আসা হয়েছে।’
শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য খাতে বিড়ম্বনা এড়াতে নানা পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে ডাকসুর জিএস বলেন, ‘এরই মধ্যে আমাদের মেডিকেল সেন্টারের আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোপরি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।’
ফাস্ট অ্যাইড বুট ক্যাম্পের বিষয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবার ট্রেনিং দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান বাস্তবতায় এটি যেহেতু হচ্ছে না, তাই আমরা ডাকসুর উদ্যোগে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীকে এ ট্রেনিং দিতে যাচ্ছি। এ ৪০ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৪০ হাজার পরিবারে ট্রেনিং পৌঁছে যাবে।’
ডাকসু এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হলে ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
ক্যাম্পে প্রাথমিক লাইফ সাপোর্ট, শ্বাসরোধ হলে প্রাথমিক সহায়তা, অজ্ঞান অবস্থা, হাড় ভাঙা, পোড়া, খাদ্যে বিষক্রিয়া, সাপের দংশন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মেয়েদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, চোখে আঘাতের প্রাথমিক পরিচর্যা ও ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক পদক্ষেপ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এফএআর/একিউএফ/জিকেএস