বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মানিকগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর হোসেন বাবলু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের যে স্বপ্ন তারেক রহমান দেখিয়েছেন, সেই ৩১ দফার বাস্তবায়নই বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বিক অগ্রগতির দিকনির্দেশনা। এর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি আধুনিক, স্বনির্ভর ও জনগণকেন্দ্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
শিবালয় উপজেলা বিএনপির সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে আরও বক্তব্য দেন যুবনেতা আবু খালিদ ডনসহ শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির নেতারা।
সমাবেশের আগে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে একটি বর্ণাঢ্য র্যালি আরিচা ঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।