শিল্পকলায় শুরু হলো শাস্ত্রীয় সংগীত কর্মশালা

2 months ago 7

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত ও মৃৎশিল্প (টেপা পুতুল) বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। রবিবার (২ জুন) বেলা ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপপরিচালক প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং উভয় কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।

মৃৎশিল্প (টেপা পুতুল) কর্মশালাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ১৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ পাল ও অসীম হালদার। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির চারুকলা বিভাগের ইন্সট্রাক্টর জান্নাতুল ফেরদৌস কেয়া।

একই সঙ্গে শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালাও প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থী। সংগীত কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অসিত দে ও মোহাম্মদ শোয়েব। সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন একাডেমির সংগীত ও যন্ত্র বিভাগের ইন্সট্রাক্টর মোনালীন আজাদ।

শিল্পকলার এই আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পচর্চাকে আরও প্রসারিত করা এবং নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এমন কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণকারীরাও একে নিজেদের সৃজনশীল বিকাশের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

এলআইএ/এমএস

Read Entire Article