শেকৃবিতে পোষ্য কোটা বাতিল

6 days ago 12

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন। এক্ষেত্রে পোষ্য কোটা বাতিলসহ কোটা সিস্টেমকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধিত কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা তিন শতাংশ, প্রতিবন্ধী কোটা এক শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি কোটা এক শতাংশ রাখা হয়েছে। তবে কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে সেই আসন পূরণ করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়টিতে মোট ১১ শতাংশ কোটা কার্যকর ছিল যার মধ্যে পোষ্য কোটাও অন্তর্ভুক্ত ছিল। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে পোষ্য কোটা পদ্ধতি বাতিল হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, এই সিদ্ধান্ত শেকৃবির ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ন্যায়সংগত করবে।

সাইদ আহম্মদ/এমআরএম/জিকেএস

Read Entire Article