বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী বার্ষিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ হারে মঙ্গলবার (৮ জুলাই) এই টাকা দেওয়া হয়েছে।
লাফার্জহোলসিমের পক্ষে কোম্পানিটির হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ. কে. এম. আতিকুর রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নীল সেভিও আজাভেদো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এই চেক হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ মুনির হোসেন খান এবং লাফার্জহোলসিমের জেনারেল ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) সরকার শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।
লাফার্জহোলসিম বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএইচও/এমএমএআর/জেআইএম