শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

4 hours ago 5

টাঙ্গাইলের কালিহাতীতে বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত শিক্ষককে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়৷

স্থানীয়রা জানায়, গত ৭ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের ২ নম্বর শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন শিক্ষক বুলবুল তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজের কাছে ডেকে প্রথমে তার হাত ধরেন এবং পরে উরুতে হাত দিয়ে চাপ দেন বলে অভিযোগ রয়েছে।
ছাত্রীটি প্রথমে ভয় ও লজ্জার কারণে বিষয়টি গোপন রাখলেও বাড়ি ফিরে তার ফুফু ও চাচির কাছে সব খুলে বলে। পরে ৯ অক্টোবর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ ১০৮ জন স্বাক্ষর করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা শিক্ষা অফিসার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা জানান, আমি প্রথমে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। তিনি যা সিদ্ধান্ত নেবেন, আমি তাতেই সন্তুষ্ট ছিলাম। তবে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পরপরই বুধবার রাতে অভিযুক্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জিকেএস

Read Entire Article