বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ৩১
গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৩১ জন নিহত ও আরও ৭৯ জন আহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫০ ছাড়ালো। তাছাড়া মোট আহতের সংখ্যা লক্ষাধিক।
হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইহুদি শাসকরা মনে করছে, তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে কোণঠাসা করে ফেলবে ও নিশ্চিহ্ন করবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। হিজবুল্লাহ নয়, ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তেহরানে নারীদের এক সমাবেশে খামেনি এমন মন্তব্য করেন।
ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
ভারতীয় পণ্যের ওপর অতিরক্ত শুল্ক আরোপ করার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।
ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৪
ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ৫ ফিলিস্তিনির মামলা
গাজা যুদ্ধে দখলদার ইসরায়েলের বর্বর আচরণ সমর্থনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন পাঁচ ফিলিস্তিনি। মূলত ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোতে সহায়তা বন্ধ করতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে মামলাটি করা হয়।
এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল
এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সেখানে অবরোধ চলছে এবং ইসরায়েলি বাহিনী তীব্র বোমাবর্ষণ করছে। উত্তর গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সৈন্যরা।
যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ৮ মাসের মধ্যে সর্বোচ্চ
টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি বৃদ্ধি দেখলো যুক্তরাজ্য। এতে গত আট মাসের মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ হয়েছে।
ইউক্রেনের আরও দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। বুধবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, মস্কোর সেনাবাহিনী আরও সামনে অগ্রসর হয়েছে এবং পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি নতুন বসতি দখল করেছে তারা। খবর এএফপির।
ভিয়েতনামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র মেলা
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র মেলা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই মেলা শুরু হবে। এতে স্থানীয়ভাবে তৈরি নানা ধরনের অস্ত্র প্রদর্শন করবে ভিয়েতনাম।
রুশ জেনারেলকে হত্যার অভিযোগে সন্দেহভাজন গ্রেফতার
রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক জেনারেলকে হত্যার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নিহত হন তিনি।
সরকার দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের আহ্বান জানাবেন ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন, সরকার যদি দাবি না মানে তাহলে তিনি প্রবাসীদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন।
সিরিয়া আবারও মুক্ত হবে: ক্ষমতাচ্যুত আসাদের বিবৃতি
সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর অভিযানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাশার আল-আসাদ। বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন। সোমবার টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি প্রকাশ করেছেন এই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। সেখানে তিনি জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সিরিয়ায় ছিলেন এবং ৮ ডিসেম্বর পর্যন্ত তিনি সিরিয়া ছেড়ে যাননি।
এমএসএম/জিকেএস