বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ একজন ন্যায়নিষ্ঠ বিচারপতি হিসেবে তার কর্মজীবনকে, গৌরবোজ্জ্বল করেছেন। কর্মজীবনে অর্পিত দায়িত্ব পালন করেছেন দৃঢ়তার সঙ্গে। সততার পথ থেকে কোনো বাধাই তাকে বিচ্যুত করতে পারেনি। কোনো ভয়, লালসার বিভ্রান্তি তাকে আদর্শের পথ থেকে দূরে সরাতে পারেনি। শুধু বিচারকার্যে তিনি তার অবদান সীমিত রাখেননি। দেশের বৃহত্তর প্রয়োজনে একদিকে যেমন পালন করেছেন সাংবিধানিক দায়িত্ব, অন্যদিকে সামাজিক বিভিন্ন কাজে তার বর্ণাঢ্য জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন।
শুক্রবার (১৬ মে) দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর স্মরণে রাজধানীর ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জীবনালেখ্য ও দোয়া’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. শাহিনুল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব, এডিশনাল এটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, হামদর্দ (ওয়াকফ) ল্যাবরেটরিজের ম্যানেজিং ডিরেক্টর হাকীম ড. মোহাম্মাদ ইউসুফ হারুন ভুঁইয়া।
দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারাকাহ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম, সভাপতিত্ব করেন বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান।
দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন দিগন্ত মোমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব প্রফেসর ডা. মো. নওফেল ইসলাম ও বারাকাহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম।
ধন্যবাদ জ্ঞাপন করেন সাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. রুহুল আমিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারাকাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম।
এমইউ/এএমএ/এএসএম