সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক কায়েম অতি দ্রুত রাজশাহী কলেজসহ সারা দেশের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন।  শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষ (২০২৪–২৫) এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র সংসদকে ক্যাম্পাসের সমস্যা সমাধানের মূল চাবিকাঠি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসকে নেতৃত্ব দেবেন। আপনাদের সব সমস্যা ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং এসব সমস্যার সমাধানও ছাত্র নেতৃত্বের মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, আবাসন সংকটসহ ক্যাম্পাসের সব সমস্যা দূরীকরণে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্র সংসদই এসব সমস্যার কার্যকর সমাধান করতে পারবে। জুলাই বিপ্লবে তরুণদের ভূমিকা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, এই তরুণরাই জুলাই বিপ্লবের নেতৃত্

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক কায়েম অতি দ্রুত রাজশাহী কলেজসহ সারা দেশের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন। 

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষ (২০২৪–২৫) এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

ছাত্র সংসদকে ক্যাম্পাসের সমস্যা সমাধানের মূল চাবিকাঠি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসকে নেতৃত্ব দেবেন। আপনাদের সব সমস্যা ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং এসব সমস্যার সমাধানও ছাত্র নেতৃত্বের মাধ্যমেই সম্ভব।

তিনি বলেন, আবাসন সংকটসহ ক্যাম্পাসের সব সমস্যা দূরীকরণে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্র সংসদই এসব সমস্যার কার্যকর সমাধান করতে পারবে।

জুলাই বিপ্লবে তরুণদের ভূমিকা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, এই তরুণরাই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং তা সফল করেছে। তরুণরা বলেছে—বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। তারা দিল্লির আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নেমেছে এবং রাজপথে থাকার অঙ্গীকার করেছে। 

বৈষম্য দূরীকরণ এবং নতুন বাংলাদেশ নির্মাণ না হওয়া পর্যন্ত তরুণদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মোহা. শামীম উদ্দীন এবং শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মো. সিফাত উল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow