সর্বসাধারণকে চিকিৎসাসেবা দিচ্ছে চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল

3 months ago 11

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সর্বসাধারণকে চিকিৎসাসেবা দিচ্ছে রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম। সংশ্লিষ্ট এলাকার সবাইকে এই হাসপাতালে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১১ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালনাধীন হাসপাতালসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্দেশে ২১ এপ্রিল উভয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। ওই সমঝোতা স্মারকের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনা ও সর্বসাধাণের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেয়। এজন্য চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম’ করা হয়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে ১৯ জন ডাক্তার ও ৯ জন নার্স পদায়ন করেছে। সেই সঙ্গে আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও সুবিধা সম্প্রসারণের মাধ্যমে রেল কর্মচারী ও রেল পোষ্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে।

হাসপাতালটিতে বর্তমানে অর্থপেডিক্স, গাইনি অ্যান্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারি সেবা দেওয়া হচ্ছে। এছাড়া এখানে ল্যাবরেটরি ও রেডিওলজির সেবা রয়েছে। হাসপাতালের আউটডোর সার্ভিস সবার জন্য উন্মুক্ত রয়েছে এবং ইনডোর সার্ভিস পর্যায়ক্রমে চালু হবে।

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পরিচালনাধীন অন্যান্য হাসপাতালে পর্যায়ক্রমে এই সুযোগ সম্প্রসারিত হবে।

এনএস/এএমএ/জিকেএস

Read Entire Article