‘সাংবাদিকরা আমাদের নিয়ে লিখুন, ভুলগুলো ধরিয়ে দিন’

1 month ago 28

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেছেন, সাংবাদিক ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আমাদের নিয়ে লিখুন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। এ বিষয়ে আমরা আপনাদের সাধুবাদ জানাই। আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে আমরা নিজেদের সংশোধন করতে পারব।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের নিয়ে পাবনা শহর ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের বিরুদ্ধে অতীতে অনেক মিডিয়া প্রপাগাণ্ডা চালানোর অভিযোগ এনে তিনি বলেন, ছাত্রশিবিরকে অনেকেই রগ কাটা বলছেন। কিন্তু শিবিরের রগ কাটার কোনো প্রমাণ কারোর কাছে নেই। অনেকগুলো মিডিয়া আমাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালিয়েছে, আমাদের নিয়ে মিথ্যা লিখেছে। কিন্তু কোনো কিছু প্রমাণ তারা করতে পারেনি। শুধু সন্দেহের বশবর্তী হয়ে তারা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আহ্বান করব আপনারাও আমাদের নিয়ে লেখেন। ফেসবুক আছে সেখানে লেখেন, আমাদের নিয়ে সমালোচনা করুন। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। ছাত্রশিবির আপনাদের কখনো জোর করে মিছিলে নিয়ে যাবে না, মিটিংয়ে নিয়ে যাবে না। যদি আপনাদের ওপর আমাদের কোনো স্তরের জনশক্তি জোর জবরদস্তি করে তাহলে আমাদের জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

পাবনার রত্মদ্বীপ রিসোর্টে আড়াইশ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ নবীনবরণে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল মোহাইমিন ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন।

Read Entire Article