সাতক্ষীরায় ৩ বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

2 days ago 11

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে তিনি অস্ত্র ব্যবসায়ী। গ্রেপ্তার অভিযানে তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আহমদ কবিরের নেতৃত্বে দেবহাটার জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় অভিযান চালিয়ে করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি আসাদুল গাজী (৩২) দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ের সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়ের সাতক্ষীরা- শ্যামনগরগামী পাঁকা রাস্তা থেকে আসাদুল গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সজীব খান, ডিআইও-১ মো. হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজামুদ্দিন মোল্লা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এসআই আহমদ কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read Entire Article