সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি ২০২৫ শুরু

1 hour ago 3

সাতক্ষীরায় মনোমুগ্ধকর আয়োজনে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। 

সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, এশিয়ান রাগবি কর্মকর্তা মাহফিজুল ইসলাম, তুফান কোম্পানি লিমিটেডের পরিচালক ও সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা এবং ফেডারেশনের সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দিন আহমেদ ও সিরাজুল ইসলাম।

উদ্বোধনী খেলায় মাঠে নামে দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত সাতক্ষীরা জেলা দল ও গোপালগঞ্জ জেলা দল। খেলা দেখতে জেলা স্টেডিয়ামে ভিড় করেন হাজারো দর্শক। রঙিন সাজে সেজে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা; যেন নতুন প্রাণ ফিরে পায় সাতক্ষীরার ক্রীড়াঙ্গন।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের ছয়টি জেলা দল অংশ নিচ্ছে— সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, নীলফামারী, গোপালগঞ্জ ও যশোর। প্রতিটি দলে রয়েছে জাতীয় ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা রাগবি ফেডারেশনের সহসভাপতি অ্যাড. ওসমান আলী, সাধারণ সম্পাদক আল-ইমরান, লেকভিউ লিমিটেডের পরিচালক শেখ তাকরিম কালাম ও শেখ তাওয়াফ কালামসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন রাগবি ধারাভাষ্যকার মো. আরিফ শাহাদাত আরমান।

জানা গেছে, আগামী শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী।

Read Entire Article